প্রায় ৭ বছর আগে জন্ম হয় কেনতারো ইয়োকোবারির। জন্মের সময় সে ছিল ২৫ বছরের মধ্যে কাওয়াকামি গ্রামে জন্ম নেওয়া একমাত্র নবজাতক। তার জন্ম গ্রামবাসীর কাছে অলৌকিক ছিল। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাকে দেখতে মিহো ও হিরোহিতো দম্পতির বাড়িতে ভিড় করেছিলেন শুভাকাঙ্ক্ষীরা।