ইউরোপ ও আমেরিকায় মূল্যস্ফীতি রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। সেখানকার ক্রেতারা ভোগ্যপণ্যে ব্যয় কমিয়ে দিয়েছেন। এতে কমে আসছে তৈরি পোশাকের চাহিদা। এ কারণে রপ্তানি আদেশ কমিয়ে দিয়েছে ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলো। মূল্যহ্রাস ও মূল্যছাড়ের পোশাকের প্রতি ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ছে।