আপন রবের সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম মা-বাবার সন্তুষ্টি অর্জন করা, তাদের খেদমত করা। আল্লাহ তায়ালা মা-বাবাকে সম্মান ও তাদের প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন। কোরআনের নির্দেশ মেনে মাকে সম্মান প্রদর্শনের অনন্য এক দৃশ্য দেখা গেল এবার সৌদি আরবের মক্কার কাবা প্রাঙ্গণে।
সম্প্রতি মাকে পিঠে নিয়ে পবিত্র কাবা ঘর তাওয়াফরত এক সন্তানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, উজবেকিস্তানের এক নাগরিক ওমরা পালনের সময় তার মাকে পিঠে চড়িয়ে তাওয়াফ করেছেন। মায়ের প্রতি উজবেকিস্তানের এই নাগরিকের সম্মান ও ভালোবাসা প্রদর্শনের দৃশ্য অনেককেই মুগ্ধ করেছে।