পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যদি আদালতে আত্মসমর্পন করেন, তবে তাকে গ্রেফতার করা থেকে ইসলামাবাদ পুলিশকে বাধা দেবেন বলে জানিয়েছেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা (এডিএসজে) বিচারক জাফর ইকবাল।তোশাখানা উপহারের বিবরণ গোপন করায় ইমরানের বিরুদ্ধে ফৌজদারি মামলার জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) রেফারেন্সের শুনানিতে বৃহস্পতিবার বিচারক এ মন্তব্য করেন।
দায়রা আদালতে ২৮ ফেব্রুয়ারি ইমরানকে অভিযুক্ত করার কথা থাকলেও, তার আইনজীবী বিচারককে শুনানি থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, ইমরান খানকে আরও কয়েকটি আদালতে হাজির হতে হচ্ছে। এ ছাড়া আগেও একাধিকবার ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।বিচারক পরে ইমরানের জন্য জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পুলিশকে নির্দেশ দেয়, আগামী ৭ মার্চের মধ্যে ইমরানকে আদালতে হাজির করতে। পিটিআই প্রধান গ্রেপ্তার এড়াতে সক্ষম হন।