গত ১১ ডিসেম্বর নিরাপদে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে স্পেস ক্যাপসুল ওরিয়ন। মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরবর্তী প্রজন্মের এই ক্যাপসুলটি প্রায় ২৬ দিনের চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে অবতরণ করে।
আর্টেমিস-১ এর এই অভিযান সফল বলে ঘোষণা করে নাসা। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যেই এর মাধ্যমে মহাকাশচারীরা চাঁদকে প্রদক্ষিণ করে আসতে পারবে বলে প্রত্যাশাও রয়েছে। তবে এত দিন পর জানা গেল, এই মিশনে ওরিয়ন ক্যাপসুলটি ক্ষতিগ্রস্ত হয়েছে।