১৯৪৭ সালে বীর বিক্রম মাণিক্যের মৃত্যুর পরপরই ত্রিপুরার রাজপরিবার শিলংয়ে পালিয়ে গিয়েছিল। ক্ষমতাসীন রানী, সিংহাসনের উত্তরাধিকারী নাবালক সন্তান এবং তাঁদের মন্ত্রীরাও একই সঙ্গে যান। মৃত্যুর আগে বীর বিক্রম রাজ্যে বামপন্থিদের মোকাবিলার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।
এখন তাঁর নাতি প্রদ্যোত দেববর্মা রাজ্যের রাজনীতিতে ফিরে এসেছেন। তিনি সামাজিক মাধ্যমের প্রচারণায় উৎসাহিত ও তরুণ ভোটারদের দ্বারা উজ্জীবিত হয়ে ‘তাঁর লোকদের বাঁচাতে’ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। ঘটনা কৌতূহলোদ্দীপক। কারণ এবার সেখানে রাজা এবং রাজ্য উভয়েরই প্রত্যাবর্তন ঘটেছে। ত্রিপুরার নির্বাচনের মাধ্যমে বিজেপির উত্থান এবং বামফ্রন্টের পতনের ঐতিহাসিক ঘটনাও স্পষ্ট।