এবার রোজায় খরচ বাড়বে

প্রথম আলো প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৫

দেশে গত বছর রোজা শুরু হয় ৩ এপ্রিল থেকে। ওই সময় খুচরা বাজারে প্রতি কেজি ছোলার দাম ছিল ৭০ থেকে ৭৫ টাকা। সেই ছোলা এখন প্রতি কেজি ৮৫ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে দেখা যাচ্ছে, দাম বেড়েছে ২৪ শতাংশ।


ছোলার চাহিদা সবচেয়ে বেশি থাকে পবিত্র রমজান মাসে। দেড় মাস পর রোজা শুরু হবে। বাজার পরিস্থিতি বলছে, এবারের রোজায় দেশের মানুষকে ছোলা কিনতে হবে আগের চেয়ে অনেকটা বেশি দামে। কারণ দুটি—ছোলার আমদানি ব্যয় বেশি এবং সরবরাহ নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। শুধু ছোলা নয়, একই চিত্র ভোজ্যতেল, চিনি, আটার মতো বেশির ভাগ নিত্যপণ্যের ক্ষেত্রে।


ব্যবসায়ীদের বক্তব্য ও আমদানির উপাত্তে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত নিত্যপণ্য আমদানি পরিস্থিতি ততটা সন্তোষজনক নয়। তবে গত মাস, অর্থাৎ জানুয়ারিতে আমদানির ঋণপত্র বা এলসি (লেটার অব ক্রেডিট) বেড়েছে। এসব পণ্যের একটি অংশ রোজার আগে দেশে চলে আসবে। ফলে চাহিদা ও সরবরাহে ভারসাম্য থাকবে। কিন্তু চাহিদার বিপরীতে অনেক বেশি সরবরাহ থাকবে না। এই পরিস্থিতিতে কারসাজির আশঙ্কা থাকে। তাই নজরদারি বেশি প্রয়োজন।


নিত্যপণ্য আমদানিকারক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, রোজায় পণ্যের সরবরাহে সমস্যা হবে না। দু-একটি পণ্যের আমদানি এখনো কম। তবে সরবরাহ বাড়ানোর সময় আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us