রুট পারমিট না থাকায় জব্দের পর ভাগাড়ে ফেলা হলো ৩ বাস

প্রথম আলো প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৫

রাজধানীতে অভিযান চালিয়ে নির্দিষ্ট সড়কে চলাচলের অনুমতি (রুট পারমিট) নেই, এমন তিনটি যাত্রীবাহী বাস জব্দ করে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই যৌথ অভিযান চালায়।


আজ রোববার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশসংলগ্ন এলাকা, শাহবাগ ও মাতুয়াইলের পুনম সিনেমা হলের বিপরীতে মাতুয়াইল মেডিকেলসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ বাস তিনটি ঢাকা দক্ষিণ সিটির মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে ডাম্পিং করা হয়েছে।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের খবর জানানো হয়। তাতে বলা হয়, দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও বিআরটিএর আদালত-৫–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।


জব্দ বাস তিনটি হলো সময় ট্রান্সপোর্ট লিমিটেডের ঢাকা মে. ব. ১৩-০৩০৯, রাফসান পরিবহনের ঢাকা মে. জ. ১৪-০১০৮ ও অনাবিল পরিবহনের ঢাকা মে. ব. ১৫-৮৭৬৯। এ ছাড়া অভিযানে রুট পারমিটের মেয়াদ উত্তীর্ণ, অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশন, আসনসংখ্যা বেশি থাকায় বসুমতি, শিকড়, শুভযাত্রা, ট্রান্স সিলভা, আল বারাকা, দিশারী, মেঘলা, বাহন, শৌমিতা ও সাভার পরিবহনের ১০টি বাসের বিরুদ্ধে মামলা করে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us