চট্টগ্রাম চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তর কেন যৌক্তিক?

প্রথম আলো আ সা ই ম সায়েম প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৫

‘আমাদের দাবি একটাই—চারুকলা, চবি ক্যাম্পাসে চাই’; এই দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তিন মাসের বেশি সময় ধরে শ্রেণিকক্ষের বাইরে আন্দোলন কর্মসূচি পালন করে চলেছেন। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রত্যাবর্তনের যৌক্তিক দাবি পূরণের নিমিত্তে ভিসি বরাবর স্মারকলিপি প্রেরণ, মানববন্ধন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, প্রতীকী ক্লাস, অবরোধ, ক্লাস বর্জন, স্থাপনা শিল্প সৃষ্টির মাধ্যমে দাবি তুলে ধরার মতো শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রেখেছেন।


আন্দোলনের ৮২তম দিনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী  মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ফখরুজ্জামান, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন দফায় দফায় শহরের বাদশা মিয়া রোডে অবস্থিত চারুকলার বর্তমান ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী সরকারের বাজেট ঘাটতির কথা উল্লেখ এ মুহূর্তে এ দাবি পূরণ করা সম্ভব নয় বলে জানান। শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি কলাভবনের যেকোনো একটিতে চারুকলাকে স্থানান্তর করলে এত বাজেট কেন লাগবে, জানতে চাইলে শিক্ষা উপমন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে শিক্ষা মন্ত্রণালয় চাইলেই হস্তক্ষেপ করতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us