কমেছে ভোটার ও দলের অংশগ্রহণ

যুগান্তর প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৮

জাতীয় সংসদের উপনির্বাচনগুলোতে রাজনৈতিক দল ও ভোটারদের অংশগ্রহণ কমেছে। ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন নিয়েও আগ্রহ কমছে স্থানীয় ভোটারদেরও। বেশিরভাগ নির্বাচনেই জয়ী ও পরাজিত প্রার্থীদের ভোটের ব্যবধান এত বেশি হচ্ছে যে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না। বড় ব্যবধানে জয় পাচ্ছে আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলো। জাতীয় সংসদের সর্বশেষ ১০টি আসনের নির্বাচনের তথ্য পর্যালোচনা করে পাওয়া গেছে এমন চিত্র।


পর্যালোচনায় আরও দেখা গেছে, কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি হলেও এসব নির্বাচনে আওয়ামী লীগসহ ১০টি রাজনৈতিক দল ঘুরেফিরে প্রার্থী মনোনয়ন দিয়েছে। সেখানে গড় ভোট পড়ার হার ৩০ শতাংশ। সবচেয়ে কম ১৬ দশমিক ১০ শতাংশ ভোট পড়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে। এ ১০টি আসনের কোনো নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পড়েনি। বুধবার একইদিনে যে ছয়টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলোতে ভোট পড়ার হার গড়ে ২৮ দশমিক ৪৬ শতাংশ। এ ছয়টি নির্বাচনে ৪০ প্রার্থীর ২৬ জনই জামানত হারিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us