৩২ বছরেও মায়ের কোলে রিশাত!

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৭

বয়স তার ৩২ পার, উচ্চতা মাত্র ৩০ ইঞ্চি। বয়স বাড়লেও সে আলোকে বাড়েনি উচ্চতা। অনেকেরই ধারণা, দেশের মধ্যে সবচেয়ে খর্বকায় মানুষ তিনিই।


বলছিলাম ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর চন্দনা গ্রামের বাসিন্দা জাকির হোসেন রিশাতের কথা।


খর্বকায় এ মানুষটির জন্ম ১৯৯১ সালের ১২ মে। জন্মের সময় আর দশটি সাধারণ শিশুর মতোই ছিলেন জাকির হোসেন রিশাত। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিকভাবে তুলনামূলকভাবে বাড়েননি তার উচ্চতা।


শারীরিক জটিলতার কারণে উপার্জনক্ষম না হওয়ায় মানববেতর জীবনযাপন করছে তার পরিবার। এই যুবককে দেশের ক্ষুদ্রকায় মানব হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কিনা- বিষয়টি খতিয়ে দেখছে জেলা প্রশাসক।


পরিবার সূত্র জানায়, বয়স ৩২ হলেও রিশাতের জন্য এখনো তার মা নূর হাবাই একমাত্র ভরসা। রিশাতকে গোসল, খাওয়া-দাওয়া থেকে শুরু করে পোশাক পরিয়ে দেওয়াসহ যাবতীয় কাজ করে দিতে হয় মা নূর হাবাকে। তবে মাঝে মাঝে এলাকার লোকজনের সহযোগিতায় স্থানীয় দোকানে গিয়ে কিছু সময় কাটান তিনি। রিশাত একটু একটু করে কথা বলতে পারেন। তার নাম বলতে পারেন। স্থানীয়দের দেওয়া কিছু টাকা-পয়সা আর প্রতিবন্ধী ভাতায় কাটে রিশাতের জীবন জীবিকা।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us