দুটি আসনেই বিপুল ভোটে পাস করবো: হিরো আলম

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৬

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমে ভোট গ্রহণ চলছে। দুটি আসনেই প্রার্থী হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। সকাল সাড়ে ৯টায় নিজ এলাকা এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।


ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে হিরো আলম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হয়েছে। দুটি আসনের মধ্যে বগুড়া শহরে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক স্থানে এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে দুটি আসনে বিপুল ভোটে পাস করবো।’


রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, দুটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। দুপুর পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া পুলিশ, আর্মড পুলিশ ও আনসারের সমন্বয়ে ১৭টি স্ট্রাইকিং ফোর্স, ১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us