পশ্চিমা দেশগুলোর প্রতি দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জেলেনস্কির

সমকাল প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ১০:০৬

পশ্চিমা দেশগুলোর প্রতি দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে রুশ বাহিনীর অব্যাহত হামলার ফলে পরিস্থিতি খুবই জটিল। এ পরিস্থিতিতে আরও অস্ত্র দরকার বলে জানান তিনি। খবর সিএনএন ও আলজাজিরার।


রোববার রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, যুদ্ধকে টেনে নিয়ে আমাদের বাহিনীকে নিঃশেষ করে দিতে চায় রাশিয়া। এ কারণে আমাদের অস্ত্র নিশ্চিত করতে হবে। আমাদের কর্মসূচি ও অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করার পাশাপাশি ইউক্রেনের জন্য নতুন অস্ত্র পাওয়ার দ্বার উন্মোচন করতে হবে। পরিস্থিতি খুবই জটিল। দোনেৎস্ক অঞ্চলের বাখমুত, ভুহলেদার ও অন্য সেক্টরগুলোতে রাশিয়ার মুহুর্মুহু হামলা চলছে। 


তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা অব্যাহত রয়েছে। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনে অত্যাধুনিক ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে সম্মত হয়। তবে রাশিয়াকে রুখতে ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দেওয়া হলেও কোনো অবস্থাতেই যুদ্ধবিমান দেওয়া হবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us