সাবওয়ে থেকে উঠে আসছে একদল আজব প্রাণী! তবে ডাইনোসর নাকি?

এইসময় (ভারত) প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ১৩:২৭

সভ্যতার আদি যুগের অনেক নিদর্শন হলিউডের জন্যই আমাদের সামনে আসে। তা সে বিশালাকার ডাইনোসর হোক কিংবা দৈত্যাকার গডজিলা। হাজার হাজার বছর আগেই বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরদের 1993 সালে রুপালি পর্দায় তুলে এনেছিলেন স্টিভেন স্পিলবার্গ। 1990 সালে মাইকেল ক্রিচটনের সায়েন্স ফিকশন জুরাসিক পার্কের উপর ভিত্তি করেই আমরা এমন অসাধারণ ছবি দেখার সুযোগ পাই।


পর্দা জুড়ে বিশালাকৃতি ডাইনোসরের দাপট আট থেকে আশি সকলেই বেশ উপভোগ করেছিল। আসলে সিনেমাতে দেখার আগে ডাইনোসর আমরা শুধুমাত্র জীবাশ্ম, ছবি হিসাবে দেখতে পেতাম। কিন্তু পর্দার দেখা তো এক বিষয়, যদি চোখের সামনেই ডাইনোসর হাজির হয়? 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us