রেকটিফাইড স্পিরিট পানে ৩ জনের মৃত্যু, গোপনে লাশ দাফন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ১৮:৪৮

যশোরে বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পানে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও তিন জন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন।


তবে বিষয়টি স্বীকার করছেন না মৃত ও অসুস্থ ব্যক্তিদের স্বজনরা। গত দুই দিনে যশোর সদরের আবাদ কচুয়া গ্রামে রেকটিফাইড স্পিরিট পানে মারা গেছেন আব্দুল হামিদের ছেলে মো. ইসলাম (৪৫), শাহজাহানের ছেলে জাকির হোসেন (২৯) এবং আবু বক্করের ছেলে আবুল কাশেম (৫৫)। ময়নাতদন্ত ছাড়াই গোপনে তাদের লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন ওই গ্রামের আশরাফ হোসেন, বাবলু ও রিপন।


তিন জনের মৃত্যুর বিষয়ে শনিবার (২৮ জানুয়ারি) সকালে আবাদ কচুয়া গ্রামের কৃষক আকরাম শেখ বলেন, ‘রেক্টিফাইড স্পিরিটের সঙ্গে বিভিন্ন মাদক মিশিয়ে পান করেছেন ছয় জন। নেশা করে সেদিন বমি করেছিলেন সবাই। প্রথমদিন দুই জন এবং পরদিন আরেকজন মারা গেছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us