কথা ছিল, পৌরবাসীর ঘরে পৌঁছাবে সুপেয় পানি। পানির সংযোগ ঠিকই হয়েছে, তবে ঘর পর্যন্ত পৌঁছেনি। সংযোগ গেছে ঘরের বদলে পুকুরে, ফসলিজমি কিংবা আবর্জনার স্তূপে। জমি অধিগ্রহণ করতে না পারায় হয়নি কঠিন বর্জ্য কম্পোস্টিং ব্যবস্থা ও ডাম্পিং কেন্দ্র। প্রায় ৪১ কোটি