অস্কারে সর্বোচ্চ মনোনয়ন ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’-এর
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:০০
সাই-ফাই ধাঁচের ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ এবার ১১টি মনোনয়ন নিয়ে এগিয়ে রয়েছে। এর মধ্যে একাধিক আসরে সিনেমাটি পুরস্কার জিতেছে। মনোনয়নে চমক জাগিয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। সেরা চলচ্চিত্র ও সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রসহ একাধিক বিভাগে এসেছে