চবিতে হলুদ দলের সভা, ৩০ শিক্ষকের বয়কটের ঘোষণা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ১৮:১৯

চার বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আওয়ামীপন্থী শিক্ষকদের নীতিনির্ধারণী পর্ষদ হলুদ দলের নির্বাচন না হওয়ায় মেয়াদোত্তীর্ণ স্ট্যান্ডিং কমিটির ডাকা সভা বয়কটের ঘোষণা দিয়েছেন দলের সমর্থক ৩০ জন শিক্ষক ।


সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে হলুদ দলের সমর্থক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষকের দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ' চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সংগঠন হলুদ দলের গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান পরিচালনা কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং কতিপয় সদস্যের দলের গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করে দীর্ঘদিন যাবত পরিচালনা কমিটির দায়িত্বকে ধরে রেখে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা এবং ব্যক্তি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দল পরিচালনা করায় হলুদ দলের অস্তিত্ব আজ সংকটের মুখে এবং দলের গণতান্ত্রিক ও উদারনৈতিক ঐতিহ্য আজ ভূলুণ্ঠিত।  


স্ট্যান্ডিং কমিটির কতিপয় সদস্য দলীয় গঠনতন্ত্রের কোনও ধরনের তোয়াক্কা না করে ২০১৯ সালের ৬ এপ্রিল থেকে দলকে জবরদখল করে কাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us