ক্যাডাভেরিক অর্গানিক ডোনেশন : অমরত্বের পথে যাত্রা

কালের কণ্ঠ ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ০৯:৪০

গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দেশের চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এক অনন্যসাধারণ দিন। নতুন এক ইতিহাস রচিত হয়েছে। প্রথমবারের মতো এ দেশে সম্পন্ন হয়েছে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টেশন। ২০ বছর বয়সী একজন তরুণীর ব্রেন ডেথ হলে তাঁর কিডনি দুটি প্রতিস্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন দুজন রোগীর দেহে।


তরুণীর কর্নিয়া দুটি প্রতিস্থাপন করে দুজন দৃষ্টিপ্রতিবন্ধী পৃথিবীটাকে আবারও স্বাভাবিকভাবে দেখার সুযোগ পেয়েছেন। বাংলাদেশে এক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েই গত বছর পাঁচ শর ওপর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। কর্নিয়া প্রতিস্থাপনও এ দেশে নতুন কিছু নয়। তার পরও ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টেশন নিয়ে হয়তো আলোচনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি প্রেস কনফারেন্স ইত্যাদির কারণটা যে কি তা যে কারো মনে প্রশ্ন জাগাতেই পারে। ঘটনাটি নানা কারণেই তাৎপর্যবহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us