শব্দের মারপ্যাঁচ

দেশ রূপান্তর প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৮:২৩

মোটা বুদ্ধির মানুষদের মাথায় ম্যাক্রো-মাইক্রোর মারপ্যাঁচ সহজে ঢোকার কথা না। বিড়ালকে কোনো কোনো এলাকায় মেকুর বলার চল এখনো আছে। বিড়াল বাঘের মাইক্রো সংস্করণ সে কারণে কিনা আলেফ মিয়া মাঝে মাঝে ভাবে। শব্দের ব্যুৎপত্তি নির্ণয় নিয়ে মাথা ঘামান এমন অধ্যাপকের সঙ্গে মোটামুটি ঘণ্টা তিনেকের মতো সময় কাটালেই আলেফ মিয়া মনে করে তাবৎ শব্দরা তাদের জাতকুল মানসম্ভ্রম বাঁচানোর জন্য হয়তো তার বিরুদ্ধেই রিট মামলা জুড়ে দিতে তেড়ে আসতে চাইবে। গবেষণা শব্দটি তো সেদিন খুব মাইন্ড করে বসল যখন সে শুনল গবেষণার সন্ধিবিচ্ছেদ হলো গো+এষণা।


গো মানে গরু, এষণা মানে খোঁজা। এভাবেই গবেষণা শব্দটি ধরাধামে এসেছে অর্থাৎ ভদ্র ভাষায় বলতে গেলে গরু খোঁজার কাজই হলো গবেষণা, এত সব সম্মানীয় গবেষক যাদের সবাই সম্মান ও সমীহ করে, তাহলে তাদের মানসম্মান কোথায় গিয়ে দাঁড়ায়? সারণী সারসংক্ষেপ হাইপোথিসিস হাইথট পর্যালোচনা পর্যবেক্ষণ নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ল্যাবে যাদের দিন কাটে তাদের কিনা গুরুর গরু খোঁজার কাজে হতভম্ব গরুর রাখালের পর্যায়ে নীচে নামানো? গবেষণার ইংরেজি প্রতিশব্দ রিসার্চ, এখানে রি বা বারবার সার্চ বা খোঁজাখুঁজি করার মধ্যে মানসম্মান মোটামুটি চলার মতো থাকে বলে মনে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us