বাংলাদেশে করোনা আক্রান্ত ৯ জন, শনাক্ত-হার দশমিক ৩৮ শতাংশ

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১৯:৫৪

বাংলাদেশে সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায়, করোনা সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময় নতুন করে ৯জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। আর, শনাক্ত-হার পাওয়া গেছে শূন্য দশমিক ৩৮ শতাংশ। এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত ব্যক্তির সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৩৭৭ জনে পৌঁছেছে।


স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্ত-হার পাওয়া গেছে শূন্য দশমিক ৩৮ শতাংশ। মোট পরীক্ষায় শনাক্ত-হার দেখা গেছে ১৩ দশমিক ৩৯ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যু-হার এক দশমিক ৪৫ শতাংশ।


এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৮৮ জন। এ নিয়ে বাংলাদেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৭৬৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৬ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us