ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলার ঘটনায় দেশটির সদ্য সাবেক বিচার ও জননিরাপত্তা মন্ত্রী অ্যান্ডারসন টরেসকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছুটি কাটিয়ে ব্রাজিলে ফিরে আসার পর শনিবার (১৪ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত সপ্তাহে দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় সরকারি ভবনগুলোতে আক্রমণের সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। সেসময় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে না পারা ও হামলায় তার পৃষ্ঠপোষকতা রয়েছে এমন সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।