ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে জিতু মিয়া নামের এক কিশোরকে নাশতা খাওয়ানোর কথা বলে অপহরণকারীরা বাজারে নিয়ে যায়। এরপর তার গলার ডান পাশে ইনজেকশন দিয়ে অচেতন করে নিয়ে যায় ময়মনসিংহে। অপহরণকারীরা জিতুর বাবার কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে, নইলে ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। আর এই অপহরণকারী চক্রের একজন হলেন তাদের বাড়ির কাজের লোক। ২৫ জানুয়ারি অপহৃত হয় জিতু। এর চার দিন পর র্যাব স্বজন সেজে তাকে উদ্ধার করে।