শিশুদের খিঁচুনি মা-বাবাদের কাছে এক ভয়ংকর অভিজ্ঞতা। খিঁচুনি সাধারণত মস্তিষ্কের সমস্যার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। খিঁচুনি কখনো সারা শরীরে হয়, আবার কখনো বিক্ষিপ্তভাবে শরীরের এখানে–ওখানে হয়। শিশুদের খিঁচুনির সঙ্গে কখনো জ্বর থাকতে পারে, আবার জ্বর ছাড়াও হয়ে থাকে।
যখন খিঁচুনির সঙ্গে জ্বরের কোনো সম্পর্ক নেই এবং কিছুদিন পরপরই হয়, তখন একে সাধারণভাবে বলা হয় এপিলেপসি বা মৃগীরোগ। কিন্তু যখন আক্রান্ত শিশুর খিঁচুনির পাশাপাশি জ্বরও থাকে, তখন ধরে নিতে হবে মস্তিষ্কে বা মস্তিষ্কের আবরণীতে কোনো গুরুতর সংক্রমণ হয়েছে।
এ ছাড়া যাদের বয়স ৬ মাস থেকে ৬ বছরের মধ্যে, অনেক সময় তাদের যেকোনো জ্বরের সঙ্গে খিঁচুনি হতে পারে কোনো সংক্রমণ ছাড়াই। এ ধরনের খিঁচুনির আবার বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন খিঁচুনি সমস্ত শরীরে হয়, স্বল্প সময় থাকে, খিঁচুনি শেষ হয়ে গেলে শিশুটি আবার দ্রুততার সঙ্গে স্বাভাবিক হয়ে যায়।