ঢাকা লিট ফেস্টের প্রথম দিনে হয়ে গেল তরুণ নির্মাতা নুহাশ হুমায়ুন পরিচালিত অস্কার-মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’র প্রদর্শনী। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে চলচ্চিত্রটির প্রদর্শনী শেষে এর নিয়ে ভাবনা, বাংলাদেশে হরর সিনেমা তৈরির অনুপ্রেরণা ও চলচ্চিত্রের বৈশ্বিক সফলতা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন পরিচালক।
পরিচালক মনে করেন, বাংলা চলচ্চিত্রের নিজস্ব পরিচয় এখনো গড়ে ওঠেনি। নিজ অবস্থান থেকে হরর সিনেমা তৈরির মাধ্যমে তিনি বাংলায় হরর সিনেমার পরিচয় দিতে চেয়েছেন। এক্ষেত্রে দর্শকের ভূমিকাও পরিচালকের কাছে গুরুত্ব বহন করে। সবার শৈশবে এমনকি বড় হওয়ার পরও দাদি-নানির কাছে, বাবা-মায়ের কাছে কিংবা বন্ধুদের আড্ডায় ভূতের গল্প প্রাসঙ্গিক। নুহাশ বলেন, ‘আইস ব্রেক করতে ভূতের গল্পের চেয়ে দারুণ কিছু হয় না।