দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ও গাইনি ওয়ার্ডে ইলেকট্রিক ওয়াটার জগে পানি গরম করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় রাত সাড়ে আটটার দিকে লেবার ও গাইনি ওয়ার্ডের এক্সট্রা পাঁচ অথবা সাত নম্বর বেডের রোগীর স্বজনরা শয্যার পাশে সুইচের প্লাগে ইলেকট্রিক ওয়াটার জগে পানি গরম করছিলেন। এসময় বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় পুরো ওয়ার্ড। আতঙ্কে ছোটাছুটি করে রোগী ও তাদের স্বজনরা ওয়ার্ড থেকে বেরিয়ে আসেন।