চার মাস পর জানা গেল সেই অভিনেত্রীর মৃত্যুর কারণ

প্রথম আলো প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ২১:৫৫

দক্ষিণ আফ্রিকার মডেল-অভিনেত্রী শার্লবি ডিন অল্প বয়সেই খ্যাতি পেয়েছিলেন। ২০১৮ সালে অভিনয় করেন সুপারহিরো সিরিজ ‘ব্ল্যাক লাইটনিং’-এ। তবে চলতি বছর ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’-এ অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হন। রুবেন অস্টলান্ডের ছবিটি কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জেতে। সাফল্য বেশি দিন উপভোগ করতে পারেননি শার্লবি। গত ২৯ আগস্ট মারা যান অভিনেত্রী। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন ভক্তরা। মাত্র ৩২ বছর বয়সেই অভিনেত্রীর মৃত্যু ঘিরে নানা জল্পনাকল্পনা হয়েছে। কারণ, তখন তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি। অবশেষে প্রায় চার মাস পর জানা গেল শার্লবির মৃত্যুর কারণ।


শার্লবি ডিনের মৃত্যুর পর সংবাদমাধ্যমকে জানানো হয়, হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। কিন্তু কী ধরনের অসুস্থতা তা প্রকাশ করা হয়নি। প্রায় চার মাস পর নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেল তাঁর মৃত্যুর প্রকৃত কারণ। মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডে জানিয়েছে, ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেই মৃত্যু হয়েছে শার্লবির।


ইউএস টুডেকে নিউইয়র্ক সিটি অফিসের প্রধান মেডিকেল পরীক্ষক জানিয়েছেন, ক্যাপনোসাইটোফেজা নামের ব্যাকটেরিয়ার সংক্রমণেই মৃত্যু হয়েছে ওই মডেল-অভিনেত্রীর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us