কিউলেক্স মশার কামড়ে রোগ বিস্তারের আশঙ্কা কতখানি?

ঢাকা পোষ্ট কবিরুল বাশার প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ১৪:৩৬

বাংলাদেশে ১২৬ প্রজাতির মশার রেকর্ড রয়েছে। তার মধ্যে বর্তমানে ঢাকায় প্রায় ১৪ প্রজাতির মশা পাওয়া যায়। এগুলোর মধ্যে কিউলেক্স, এডিস, এনোফিলিস, আর্মিজেরিস, ম্যানসোনিয় ও টস্কোরিনকাইটিস অন্যতম।


শীত পরবর্তী সময়ে বাংলাদেশের সব অঞ্চলে মশার উপদ্রব বাড়ে। এই সময়ে বাংলাদেশের যেকোনো জায়গায় বছরের অন্য সময়ের তুলনায় মশা অনেক বেশি হয়। বর্তমান সময়ে যে মশাগুলো রয়েছে তার মধ্যে নিরানব্বই ভাগ কিউলেক্স মশা।


আমাদের গবেষণার তথ্য উপাত্ত বলছে মার্চ মাসে মশার ঘনত্ব চরমে পৌঁছায়। কয়েক সপ্তাহ আমাদের গবেষণা দল ঢাকার বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে গবেষণায় গিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে কিউলেক্স মশা এবং এর লার্ভা পেয়েছে।


কিউলেক্স মশা বাংলাদেশের কিছু কিছু জায়গায় ফাইলেরিয়া বা গোদ রোগ ছড়ানোর প্রমাণ থাকলেও ঢাকা এবং ঢাকার আশপাশের এলাকায় এই রোগের সংক্রমণ আমরা কখনোই পাইনি। কারণ ফাইলেরিয়া রোগটি ডেঙ্গু রোগের মতো নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us