একসঙ্গে দুই স্মার্টওয়াচ আনলো ফায়ার বোল্ট

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ১২:২৯

স্মার্টওয়াচের বাজারে ফায়ার বোল্ট একটি জনপ্রিয় ব্র্যান্ড। ভারতীয় এই সংস্থা একের পর এক স্মার্টওয়াচ আনছে বাজারে। এবার একসঙ্গে ফায়ার-বোল্ট ট্যাঙ্ক এবং ফায়ার-বোল্ট রাইস নামের দুটি স্মার্টওয়াচ নিয়ে এলো সংস্থাটি। স্মার্টওয়াচ দুটির ফিচার ও স্পেসিফিকেশন দামের তেমন কোনো তফাৎ নেই। স্মার্টওয়াচ দুটিতে দেওয়া হয়েছে ১.৮৫ ইঞ্চির এলসিডি স্ক্রিন।


সার্কুলার ডায়াল, যার ডানদিকে একটি বাটন দেওয়া হয়েছে নেভিগেশনের জন্য। এই লেটেস্ট স্মার্ট হাতঘড়ি দুটির সামগ্রিক ডিজাইন পুরোনো দিনের ডিজিটাল ঘড়ির কথা স্মরণ করাবে ব্যবহারকারীকে। স্মার্টওয়াচ দুটিতেই মোট ১২৩টি স্পোর্টস মোড থাকছে। রিয়্যাল-টাইম হার্ট রেট মনিটরিং, স্লিপ মনিটরিং এবং SpO2 মনিটরিংয়ের মতো একাধিক জরুরি বৈশিষ্ট্য রয়েছে। পাশাপাশি এই নতুন স্মার্টওয়াচ দুটি ক্র্যাক, ডাস্ট এবং স্প্ল্যাশ থেকে সম্পূর্ণ সুরক্ষিত বলেই জানিয়েছে সংস্থা। একবার চার্জ দিলে এই ফায়ার-বোল্ট ট্যাঙ্ক ও রাইস স্মার্টওয়াচ দুটি ৭ দিন ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us