চোখের নিচের কালচে দাগ নিয়ে চিন্তিত? এই চিন্তায় কিন্তু ডার্ক সার্কেল আরও বেড়ে যেতে পারে! কিছু ঘরোয়া যত্নে ধীরে ধীরে মুক্তি পেতে পারেন ডার্ক সার্কেল থেকে। তবে পাশাপাশি পর্যাপ্ত ঘুম, সঠিক ডায়েট ও স্ট্রেস থেকে দূরে থাকাও জরুরি।
- টি ব্যাগ দিয়ে চা বানিয়ে সেটা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে ১০ মিনিট রাখুন চোখের ওপর। নিয়মিত এভাবে ব্যবহার করুন টি ব্যাগ। ধীরে ধীরে কমে যাবে ডার্ক সার্কেল।
- রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল চোখের নিচের ত্বকে ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন।
- ঠান্ডা দুধে তুলা ভিজিয়ে চোখের নিচে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
- শসার স্লাইস চোখের ওপর দিয়ে শুয়ে থাকুন ২০ মিনিট। প্রতিদিন এভাবে শসা ব্যবহার করলে রক্ত চলাচল বাড়বে ও কমবে কালো দাগ।
- ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ টমেটোর রস একসঙ্গে মিশিয়ে ডার্ক সার্কেলযুক্ত ত্বকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। প্রাকৃতিকভাবে ত্বক ব্লিচ করতে পারে এই দুই উপাদান।