জনসাধারণের সহযোগিতা ছাড়া মুক্তিযুদ্ধে বিজয় সহজ হতো না

সমকাল অয়নাংশ মৈত্র প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৮:৩২

ভারতীয় সেনাবাহিনীর ৫৭ ডিভিশনের মিলিটারি ইন্টেলিজেন্সের সাবেক কর্মকর্তা কর্নেল আর হরিহরণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। পদব্রজে, নৌপথে ও কপ্টারে নানা দুর্গম জনপদে গিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছেন। সমকালের পক্ষে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন ভারতীয় সাংবাদিক অয়নাংশ মৈত্র।


সমকাল: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান কী ধরনের রণকৌশল নিয়েছিল? আপনার অভিজ্ঞতা বলুন।


আর হরিহরণ: স্ট্র্যাটেজিক মিসক্যালকুলেশন নয়, বরং 'অপারেশন সার্চলাইট' ছিল পাকিস্তানের জন্য একটা স্ট্র্যাটেজিক এরর বা কৌশলগত ভুল। আমি এবং ক্যাপ্টেন ঋষি ১৩০টি গণহত্যার কেস বাংলাদেশের কাছে হস্তান্তর করি। এই গণহত্যার মধ্যে শিক্ষক, ব্যবসায়ী এবং বুদ্ধিজীবী ছিলেন। মোহাম্মদপুরে রাজাকারদের একটা জেরা কেন্দ্র ছিল। সেখানে নরকঙ্কাল ঝোলানো থাকত। আমরা এক পাকিস্তানি মিলিটারি ইন্টেলিজেন্স অপারেটিভকে নদী পার হয়ে অপহরণ করে এনেছিলাম। তার মাধ্যমে আমরা অনেক পাকিস্তানি অপারেটিভ সম্পর্কে জানতে পারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us