স্ক্যাবিস অতিছোঁয়াচে রোগ

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ১০:৪৯

আমাদের ত্বকের অতিসাধারণ ছোঁয়াচে রোগ হলো স্ক্যাবিস। এ রোগের যথাযথ চিকিৎসা না করালে কিডনি ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দিতে পারে। স্কোরোপেক্ট স্ক্যাবিয়া নামক এক ধরনের পরজীবীর আক্রমণে রোগটি দেখা দিয়ে থাকে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, পৃথিবীতে প্রতিবছর ৩০ কোটি মানুষ এ রোগে আক্রান্ত হয়। পরিবারে একজন আক্রান্ত হলে তার মাধ্যমে অন্য সদস্যরা এ রোগে আক্রান্ত হতে পারেন। যারা পরিষ্কার-পরিচ্ছন্ন কম থাকেন, তাদের এ রোগ বেশি হয়। রোগটি আমাদের দেশে অনেক বেশি দেখা যায়। সাধারণত স্পর্শের মাধ্যমে স্ক্যাবিস দেহ থেকে দেহে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ স্থান, হাসপাতাল, জেলখানা, শিশুসদন ও এতিমখানায় এ রোগটি বেশি দেখা দেয়। এছাড়া রোগীর ব্যবহৃত কাপড়, গামছা, বিছানার চাদর ও বালিশ ব্যবহারের মাধ্যমে স্ক্যাবিস অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।


রোগের লক্ষণ : সারা শরীর চুলকাতে পারে। তবে আঙুলের ফাঁকে, নিতম্বে, যৌনাঙ্গে, হাতের তালুতে, কব্জিতে, বগল ও নাভি এবং কনুইয়ে চুলকায়। ঘড়ি, চুড়ি ও আংটির নিচে জীবাণুটি লুকিয়ে থাকতে পারে। শিশুদের ক্ষেত্রে হাত ও পায়ের তালু, মাথাসহ শরীরের যে কোনো জায়গায় হতে পারে। এক্ষেত্রে রাতে চুলকানি বেশি অনুভূত হয়। ছোট ছোট ফুসকুড়ি ওঠে, যা খুব চুলকায় এবং তা থেকে পানির মতো তরল বের হতে পারে। চুলকানোয় স্থানটিতে ক্ষত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অন্য সংক্রমণ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। স্ক্যাবিসে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু, শিশুর মা, যৌনকর্মী, বৃদ্ধ-বৃদ্ধা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us