স্পেনকে নিয়ে বড় আশা করছি না

প্রথম আলো প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ১৭:৩৮

কাতার বিশ্বকাপের শুরু থেকে যা আশা করছিলাম, সেভাবেই এগোচ্ছে সব। আমার শীর্ষ দুই পছন্দের দল ফ্রান্স ও ইংল্যান্ড সহজেই উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। চতুর্থ ফেবারিট আর্জেন্টিনাও শেষ আটে এসেছে। তৃতীয় ফেবারিট হিসেবে যাদের ধরেছিলাম, সেই ব্রাজিলও গত রাতে দক্ষিণ কোরিয়ার বাধা পেরিয়ে গেছে বলে আমার বিশ্বাস।


আজ শেষ ষোলোর শেষ দিনে যে চার দল খেলবে, তারা কেউই আমার সেরা চারে নেই। স্পেন-মরক্কো, পর্তুগাল-সুইজারল্যান্ড। খাতা–কলমে স্পেনকে এগিয়ে রাখতে হবে। আক্রমণে আলভারো মোরাতা গোল পাচ্ছে। দলটা খারাপ খেলছে না। তবে স্পেন স্বাচ্ছন্দ্যে জিতবে বলে মনে হয় না। মরক্কো খুব ভালো লড়াই দেবে বলে আমার বিশ্বাস।


অপ্রত্যাশিত কিছুও করে ফেলতে পারে উত্তর আফ্রিকার দেশটি। দলের প্রাণ আশরাফ হাকিমি জাতীয় দলের জার্সিতে পিএসজিতে খেলার অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। সঙ্গে অন্যরাও সমর্থন দিতে পারলে কে জানে ১৯৮৬ সালের পর কোয়ার্টার ফাইনালে উঠে যাবে কি না মরক্কো! মাঠে নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, প্রতিপক্ষকে পাল্টাজবাব দিতে পারবে, জয় আসলে তাদেরই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us