টাকাও এখন দামি হয়ে উঠছে

প্রথম আলো প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১৩:৪৮

মার্কিন ডলারের মতো টাকার দামও ধীরে ধীরে বাড়ছে। ব্যাংকগুলো আগের চেয়ে বেশি সুদে অন্য ব্যাংক থেকে টাকা ধার করছে। আবার কোনো কোনো ব্যাংক আমানতের সুদও বাড়াচ্ছে। এমন পরিস্থিতি হয়েছে মূলত ডলারের মূল্যবৃদ্ধি ও সংকটের জন্য। কারণ, ডলার বিক্রি করে ব্যাংকগুলো থেকে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক তুলে নিয়েছে।


এ ছাড়া নিত্যপণ্যের দাম বাড়ায় সঞ্চয় কমিয়ে দিয়েছেন মানুষ। অনেকে সঞ্চয় ভেঙে জীবন চালানোর খরচ সামাল দিচ্ছেন। ব্যাংকের ঋণ আদায়ও তলানিতে নেমেছে। এতে ব্যাংকগুলো পড়েছে বিপাকে। কারণ, ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ নির্দিষ্ট করে রেখেছে বাংলাদেশ ব্যাংক। ফলে সব ব্যাংক চাইলেও আমানতে বেশি সুদ দিতে পারছে না। পরিস্থিতি সামলাতে খুচরা ঋণে (রিটেইল) সুদহার ১২ শতাংশ পর্যন্ত নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা চিঠি দিচ্ছে না। ফলে সুদহার বাড়ানো নিয়ে ব্যাংকগুলোও সিদ্ধান্তহীনতায় পড়েছে।


বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বর্তমান পরিস্থিতিকে সামাল দিতে সুদহার বাড়ানো জরুরি হলেও এতে সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি মিলছে না। তাই কোনো লিখিত নির্দেশনা দেওয়া সম্ভব নয়।


জ্যেষ্ঠ ব্যাংকার ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডলার কিনতে ব্যাংকগুলোর অনেক টাকা প্রয়োজন হচ্ছে। ইতিমধ্যে ডলার কিনতে ১ লাখ ২৫ হাজার কোটি টাকার বেশি কেন্দ্রীয় ব্যাংকে চলে গেছে। আবার জীবন চালানোর খরচ বেড়ে গেছে। ফলে মানুষ সঞ্চয় কমিয়ে দিয়েছেন, অনেকে সঞ্চয় ভেঙে ফেলছেন। এ জন্য আমানতের সুদহার বাড়াতে হচ্ছে অনেক ব্যাংককে। তবে ব্যাংক খাতে কোনো তারল্য সংকট নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us