করোনা সংক্রমণে বাংলাদেশে মৃত্যু নেই, শনাক্ত ১৮ জন

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ২১:৪৮

বাংলাদেশে ২৪ ঘণ্টায় ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে, এ সময়ে কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩০জনের। আর শনাক্ত ব্যক্তির সংখ্যা ২০ লাখ ৩৬ হাজার ৩৪৩জনে পৌঁছেছে।


শনিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্ত-হার পাওয়া গেছে এক দশমিক ১০ শতাংশ। মোট পরীক্ষায় শনাক্ত-হার ১৩ দশমিক ৫২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।


এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১১৮জন। এ নিয়ে বাংলাদেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৬০৪জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৬ শতাংশ।


মহামারীতে মৃতের সংখ্যা নিয়ে ডব্লিউএইচও’র তথ্য


বাংলাদেশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী ২০২০ ও ২০২১ সালে করোনাভাইরাস মহামারীতে বাংলাদেশে ২৯ হাজারের কম মানুষ মারা গেছে। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান- দেশে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা এক লাখ ৪১ হাজার; যা সরকারি গণনার চেয়ে প্রায় ৫গুণ বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us