৪৩ বছরে প্রথম সন্তানের মা হলেন বিপাশা বসু

সমকাল প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ১৬:৩৯

আলিয়া ভাট ও রণবীর কাপুর কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন সপ্তাহ পেরোয়নি এখনও। এই খুশির রেশ কাটতে না কাটতেই নতুন অতিথি এলো বলিউড সুন্দরী বিপাসা বসুর ঘরে। শনিবার ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। 


বিপাশা বসুর বয়স এখন ৪৩ বছর। এই বয়সে মা হওয়ায় অভিনন্দনে ভাসছেন এই তারকা।  দম্পতি বিপাশা বসু ও  করণ সিং গ্রোভারের প্রথম সন্তান এটি। 


এর আগে চলতি বছরের আগস্টে মা হচ্ছেন বলে খবর জানান বিপাশা-করণ।  বিপাশা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্র ভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তার পর একে অপরকে খুঁজে পাই। তখন দু'জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু'জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে… তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us