‘আইপিএলে তাসকিন প্রতি ম্যাচেই ৩ উইকেট পেতে পারে’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ২০:২৪

গত আসরেই তাসকিন আহমেদের কাছে আইপিএল খেলার প্রস্তাব এসেছিল। টাইগার গতিতারকাকে কিনতে চেয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় তাকে ছাড়পত্র দেওয়া হয়নি। তাসকিন থেমে থাকেননি। কঠোর পরিশ্রমে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ক্রমাগত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ বোলিং করেছেন, আরও একবার নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের।


এবারের বিশ্বকাপে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তাসকিন। ইকোনমি ৭.২৭। টি-টোয়েন্টি ক্রিকেটে যেটা সবচেয়ে বেশি দরকারি, রান ধরে রাখা। ফলে আবারও কথা উঠছে, সামনের আইপিএলে তাসকিনকে লুফে নিতে পারে কোনো একটি দল। কেননা তার প্রতি আগ্রহ আছে অনেক ফ্র্যাঞ্চাইজির। ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও মনে করছেন তেমনটা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘তাসকিন দুর্দান্ত বোলার, তার দারুণ বলে গতি আছে। সর্বশেষ আইপিএল লখনৌ সুপার জায়ান্টস তাকে চেয়েছিল। কিন্তু বিসিবি ছাড়পত্র দেয়নি। এবার যদি ছাড়পত্র পায়, তবে (আইপিএলে) ভয়ংকর বোলার হতে পারে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us