মিজারেবল হাসবেন্ড সিনড্রোম কী?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১৮:৪২

আপনার স্বামী কি সব সময় কোনো না কোনো কারণে বিরক্ত, উদ্বিগ্ন বা হতাশ থাকে? মানসিক চাপ, অনিদ্রা, হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদি কারণে এমনটা হতে পারে। নেতিবাচক এই দিকগুলো মানুষকে চূড়ান্ত হতাশ করে দিতে পারে। যার প্রভাব পড়ে ব্যক্তিজীবন ও সম্পর্কের ক্ষেত্রেও। মানসিক চাপ ও উদ্বিগ্নতার কারণে আপনার স্বামী হতাশ বোধ করতে পারে। এই সমস্যা থেকে তাকে মুক্ত করে আনতে এই সিনড্রোমের মূল কারণ সম্পর্কে জানতে হবে-


মিজারেবল হাসবেন্ড সিনড্রোম- এর কারণ কী?


বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার স্বামীর টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়া হতে পারে মিজারেবল হাসবেন্ড সিনড্রোম- এর অন্যতম কারণ। অন্যান্য কারণ হিসেবে কাজের চাপ, আর্থিক সমস্যা, সম্পর্কগত সমস্যা ইত্যাদি থাকতে পারে। হয়তো সে এই সম্পর্ক নিয়ে খুশি নয় বা কোনো বিষয়ে আবেগ অনেক বেশি কাজ করার ফলে ভেতরে ভেতরে সে ভেঙে পড়তে পারে।


দাম্পত্য জীবনে যেভাবে প্রভাব ফেলে


অনেকক্ষেত্রে বিয়ে ভাঙার পেছনে মিজারেবল হাসবেন্ড সিনড্রোম দায়ী হতে পারে। যদিও এটি খুব বেশি পরিচিত নয়। আপনার স্বামী যদি সব সময় মেজাজ খারাপ করে থাকে, ছটফট ও চিৎকার করতে থাকে তবে তার সঙ্গে নিজের অনুভূতিগুলো ভাগ করে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। যে কারণে শেষ পর্যন্ত আপনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন এবং সম্পর্কটি একটি বোঝা মনে হতে পারে কারণ আপনার স্বামী তার অনুভূতিগুলো বুঝিয়ে বলতে পারে না। দু’জনের মধ্যে যদি নীরবতা ভর করে, পরস্পর যদি আর কথা না বলেন তাহলে বিয়ের সম্পর্কটিও মূল্যহীন হয়ে পড়ে। আপনার স্বামীও মিজারেবল হাসবেন্ড সিনড্রোম- এ ভুগছে কি না, এই লক্ষণগুলো দেখে মিলিয়ে নিন-


আপনার সব কাজে ত্রুটি খুঁজে বের করলে


আপনার স্বামী সব সময় আপনার ভেতরে ত্রুটি খুঁজে বের করে। আপনি যাই করুন না কেন তাতেই সে বিরক্ত হবে এবং আপনার সবকিছুতেই অভিযোগ করবে। শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন, যাই করুন না কেন তাকে খুশি বা সন্তুষ্ট করা সম্ভব নয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us