সিদ্ধান্ত জাতীয় পার্টিকেই নিতে দিন

সমকাল মহিউদ্দিন খান মোহন প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ১৫:৫০

গত কিছুদিন ধরে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিতে দেবর-ভাবির দ্বন্দ্ব চলছে। এর শুরু রওশন এরশাদের একটি চিঠিতে। গত ৩১ আগস্ট রওশন চিঠি দিয়ে নিজেকে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঘোষণা করে দলের কাউন্সিল অধিবেশন আহ্বান করেন ২৬ নভেম্বর।


এতে দলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দলের পক্ষ থেকে ওই চিঠি প্রত্যাহারের জন্য রওশনকে আলটিমেটাম দেওয়া হয়। কিন্তু তিনি তা আমলে না নেওয়ায় জাপার পার্লামেন্টারি পার্টির বৈঠকে রওশনকে অব্যাহতি দিয়ে জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করে পরদিনই চিঠি দিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে তা অবহিত করা হয়। কিন্তু দুই মাস পার হলেও স্পিকার কোনো সিদ্ধান্ত না দেওয়ায় গত ৩০ অক্টোবর জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ কয়েকজন এমপি স্পিকারের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us