মেঘলা আকাশ, বৃষ্টির শঙ্কা। এর মধ্যেই টস করতে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে মাঠে নামলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
তবে বিশ্বকাপে নিজেদের শুরুটা সৌভাগ্যের হলো না। ডাচদের সঙ্গে টস হারলেন সাকিব। উল্টো টস জিতে বাংলাদেশকেই ব্যাট করার আমন্ত্রণ জানিয়ে নিজেরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলো নেদারল্যান্ডস।
হোবার্টের আজকের উইকেট সম্পর্কে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন বলেন, ‘এই উইকেটে ব্যাটারদের ভয় পাওয়ার মত আমি কিছু দেখিনি। তবে, এখানে স্পিনের চেয়ে পেস সবচেয়ে বেশি কার্যকরি হবে। সঙ্গে কিছুটা সুইংও থাকবে।’
টস জিতে ফিল্ডিং নেয়া সম্পর্কে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘প্রথম রাউন্ডজুড়ে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি। সেটা হলো, আমাদের দলটা রান তাড়া ভালোই করতে পারে। তারওপর এখানকার আবহাওয়াও একটা বড় কারণ। এ কারণেই আমরা চিন্তা করেছি, টস জিতলে ফিল্ডিং নেবো। এখন আমরা লড়াই করতে চাই এবং কিছু ম্যাচও জিততে চাই।’