লোডশেডিংয়ের অন্ধকারে হারিয়ে যাবে উন্নয়ন!

জাগো নিউজ ২৪ প্রভাষ আমিন প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০৯:৫৩

জলবায়ু পরিবর্তন নিয়ে কথাবার্তা হচ্ছে অনেক। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের ঋতুচক্র ওলটপালট হয়ে গেছে। ষড়ঋতুর দেশ বাংলাদেশ- এটি এখন আর সত্যি নয়। ক্যালেন্ডারের পাতায় ছয়টি ঋতুর নাম লেখা থাকলেও এখন প্রায় পুরোটাই যেন গ্রীষ্মকাল। অল্প একটু বর্ষাকাল, আর অল্প একটু শীতকাল।


এবার ভরা বর্ষায়ও বৃষ্টির দেখা মেলেনি। যেমন এখন ক্যালেন্ডারের পাতায় হেমন্তকাল। কিন্তু প্রকৃতির দিকে তাকালে বোঝার উপায় নেই। কার্তিক মাসেও ভাদ্রের উত্তাপ। প্রকৃতির এন বিরূপ আচরণ বিপাকে ফেলেছে সরকারকে, আরও নির্দিষ্ট করে বললে বিদ্যুৎ বিভাগ।


প্রকৃতির উত্তাপ কমে আসবে এ ভরসায় সরকার আশ্বাস দিয়েছিল অক্টোবর নাগাদ বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। এখন তারা দিন গুনছে নভেম্বরের। তবে প্রকৃতির যে ওলটপালট আচরণ, তাতে বিদ্যুৎ বিভাগ নিজেদের সামলে নেওয়ার জন্য খুব বেশি সময় পাবে না। যুদ্ধ না থামলে, জ্বালানি পরিস্থিতির উন্নতি না হলে আগামী বছর বিদ্যুৎ পরিস্থিতি আরও খারাপ হতে পারে।


বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি আজ লেজেগোবরে। তবে বর্তমান সরকারের সাফল্যের একটা বড় ক্ষেত্র ছিল বিদ্যুৎ। সেই খাতই এখন সরকারের গলার কাঁটা হয়ে গেছে। এটা মানতেই হবে বিএনপি-জামায়াত জোট সরকারের ২০০১-২০০৬ সময়কালের শাসনামল ছিল আক্ষরিক অর্থেই বাংলাদেশের ইতিহাসে একটা অন্ধকার সময়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us