ঝুঁকিপূর্ণ ঝাঁকিতে বিএনপি

দৈনিক আমাদের সময় মোস্তফা কামাল প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ১০:৩২

দেশের অবস্থা মোটেই ভালো যাচ্ছে না। নিত্যপণ্যের উচ্চদাম, বিদ্যুতের নাজুক পরিস্থিতি, অর্থনৈতিক গোলমাল, সামাজিক অস্থিরতাসহ নানা ঝুঁকি-ঝক্কিতে দেশ। তালগোল আরও অনেক দিকেই। টেনে আনতে ছিঁড়ে যাওয়ার দশা। সামলাতে গিয়ে হিমশিম অবস্থা সরকারের জন্য। নানা ব্যাখ্যা থাকলেও এসব তথ্য নিয়ে দ্বিমত-ভিন্নমতের সুযোগ নেই। সেটি করা মানে সত্যকে অস্বীকার করা, বাস্তবতাকে এড়িয়ে যাওয়া, গায়ের জোরে পাহাড় ঠেলা। কিন্তু এসবে বিএনপি কেন তৃপ্ত-উল্লসিত? এটি কি তাদের আন্দোলনের কোনো সাফল্য? অথবা এমন একটি সময়ের অপেক্ষাই করছিলেন তারা?


নিত্যপণ্যের লাগামহীন দামের সঙ্গে আর পেরে উঠছে না সাধারণ মানুষ। তা কম খেয়ে, একবেলা না খেয়ে অথবা ঋণ করে সামলানোর মতো নয়। ক্ষমতাসীন মন্ত্রী-নেতারা নানা বাগাড়ম্বর করলেও প্রধানমন্ত্রী সত্য আড়াল করেননি। সোজাসাপ্টা তা জানান দিয়েছেন। সাম্প্রতিক একাধিক বক্তব্যে দুর্ভিক্ষের শঙ্কার কথা বলেছেন। বৈশ্বিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনেছেন। বলেছেন, বাংলাদেশে যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়- এ জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। অপচয় বন্ধ ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি জানিয়েছেন একটা আত্মবিশ্বাসের কথা। সবাই একসঙ্গে কাজ করলে, নিজের খাবার নিজে তৈরি ও উৎপাদনের চেষ্টা করলে বাংলাদেশ বিশ্বব্যাপী খাদ্য সংকটের প্রভাবের সম্মুখীন হবে না বলে বিশ্বাস তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us