পুলিৎজার বিজয়ী সাংবাদিককে দিল্লি বিমানবন্দরে আটকানো নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ১৯:০৭

পুলিৎজার পুরস্কার বিজয়ী কাশ্মীরি সাংবাদিক সানা ইরশাদ মাট্টুকে যুক্তরাষ্ট্র ভ্রমণে বাধা দেওয়ার বিষয়ে মার্কিন প্রশাসন অবগত বলে জানিয়েছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা। পুলিৎজার পুরস্কার নিতে যুক্তরাষ্ট্র যেতে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে সানাকে বাধা দেওয়া হয়েছে বলে গত মঙ্গলবার তিনি অভিযোগ করেছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।


যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মাট্টুকে যুক্তরাষ্ট্র ভ্রমণে বাধা দেওয়ার বিষয়ে আমরা অবগত এবং ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’


বেদান্ত প্যাটেল আরও বলেন, ‘আমরা সংবাদপত্রের স্বাধীনতাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদপত্রের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাসহ গণতান্ত্রিক মূল্যবোধগুলো অক্ষুণ্ন রাখার অঙ্গীকারই হচ্ছে মার্কিন-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us