সদাচরণকে সব সময়ই ইতিবাচক দৃষ্টিতে মূল্যায়ন করা হয়। এ ব্যাপারটিকে আরেক ধাপ এগিয়ে নিল যুক্তরাজ্যের এক রেস্তোরাঁ। রীতিমতো লিখিত নিয়ম করে তারা জানিয়ে দিয়েছে, রেস্তোরাঁয় কোনো খদ্দের রূঢ় আচরণ করলে বিল দেওয়ার সময় গুনতে হবে বাড়তি অর্থ। অভিনব এই রেস্তোরাঁর নাম ‘চায়ে স্টপ’, অবস্থান যুক্তরাজ্যের ইংল্যান্ডের প্রেস্টনে।
‘ম্যানচেস্টার ইভনিং নিউজ’-এর খবর বলছে, খাবার পরিবেশনকারীদের প্রতি রেস্তোরাঁয় আগতরা যাতে আরো সহানুভূতিশীল হয় সে লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
চায়ে স্টপের বয়স খুব বেশি নয়। চলতি বছরের মার্চেই ২৯ বছর বয়সী উসমান হুসেইনের হাত ধরে যাত্রা শুরু করেছে ব্যবসাপ্রতিষ্ঠানটি। নিজেদের নতুন নিয়মটি উসমান সম্প্রতি পোস্ট করেছেন।