ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি করছে এই অ্যাপগুলো

প্রথম আলো প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ১২:২৪

ফেসবুক ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড চুরি করা ক্যামেরা, ফিল্টার, ছবি সম্পাদনার কাজে ব্যবহৃত বেশ কিছু অ্যান্ড্রয়েড অ্যাপের নাম জানিয়েছে ফেসবুক। ম্যালওয়্যারযুক্ত এসব অ্যাপ মুঠোফোন থেকে মুছে ফেলারও অনুরোধ জানিয়েছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগের সাইটটি। অ্যাপগুলো আপনার মুঠোফোনে আছে কি না, তা দেখে নিন।  


ক্যামেরা অ্যাপ


টি ব্যাগ ক্যামেরা, মডার্ন টাইম ক্যামেরা, টেক্সট ক্যামেরা, বর্ডার স্টিকার ক্যামেরা, ক্ল্যাসিক ফিল্টার ক্যামেরা, পিপ ক্যামেরা ২০২২, ফটো পিপ ক্যামেরা, ক্রাউন ক্যামেরা, ক্যামেরাঅ্যাডর্ন, ওয়ান্ডারফুল ক্যামেরা, মুড ক্যামেরা, স্টিকার মেকার প্রো, ফটো পিপ ২০২২, ক্যামেরা পিপ, পানা ক্যামেরা, ফটো পিপ, ব্লার ইফেক্ট ক্যামেরা, প্যানোরামা ক্যামেরা, পিপ ক্যামেরা ২০২২, সুইট সামার ক্যামেরা অ্যাপ, কার্টুন ক্যাম প্রো, পিপ ২০২২, লাইটলি ক্যামেরা, দ্যফান ক্যামেরা, রেড ক্যামেরা, ওসিয়া ক্যামেরা এবং কাইট ক্যামেরা।

ফিল্টার অ্যাপ


বিউটি ক্যামেরা, বিউটি ক্যামেরা প্লাস, বিউটি মেকআপ ক্যামেরা, বিউটিক্যাম, আইস সেলফি বিউটি ক্যাম, বিউটি সুইট ক্যামেরা, সুইট বিউটি প্লাস ক্যামেরা, লাইটলি ক্যামেরা, ওয়ান–সুইট ক্যামেরা এবং স্ন্যাপবিউটি ক্যাম ফিল্টার।


ছবি ও ভিডিও সম্পাদনার অ্যাপ


ভিডিও কনভার্টার মাস্টার, কুল ফটো এডিটর, কুল ফটো ফিল্টার, স্মুথ পিকচার এডিটর, অ্যাশটন কার্টুন এডিটর, পার্ফেক্ট ফটো ইফেক্টস,ফেটা এডিটর, প্লে ফুট এডিটর অ্যান্ড কোলাজ, ফটো ফিল্টার, ক্রিয়েটুন ফেস এডিটর, ফটো ভিডিও এডিটর, ভিডিও ল্যান্সার–প্রো ভিডিও মেকার, এনজয় ফেটা এডিটর, ডিংডিং ফটো ইফেক্ট এডিটর, কার্টুন ফেস ফটো এডিটর, পিকা আর্টুন ফেস এডিটর, ফেটা লেআউট এডিটর, ইনস্টাপিক, শেপ ফটো এডিটর, শেয়ার ফটো মেকার, মলডিশ, পিপ এডিটর ইমেজ, পিক কোলাজ অ্যান্ড কার্টুন এডিটর, ফোরকে ক্যামেরা হাইপার ফটো ফিল্টারস, ফটো এডিটর, ফটো এডিটর–ফ্রেম ইফেক্ট, ফুল স্ক্রিন ভিডিও এডিটর, অনলান কার্টুন এডিটর, ফটো এডিটরস, ক্যামেরা পিপ এডিটরস, পিপ এডিটর কোলাজ, পারফেক্ট ফটো এডিটর, ক্যামেরা ফটো এডিটর, ভিডিও এডিটর, ভিডিও এডিটর ২০২১, পিক্স এডিটর, কার্টুন ইফেক্টস ফটো এডিটর, ফটো এডিটর ওয়াল, স্ন্যাপ এইচডি ফটো এডিটর প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us