ফেসবুকের একটি ভিডিও হঠাৎ চোখে পড়ল সেদিন। সেখানে দেখানো হচ্ছে, একজন পিতা তাঁর বিবাহযোগ্য ছেলেকে নিয়ে পাত্রী দেখতে গেছেন এক বাড়িতে। সঙ্গে তাঁর এক মেয়েও আছেন। কথাবার্তা বলে পাত্রী পছন্দ হয়ে যায় এবং বিয়ের সিদ্ধান্ত হয়। বাজার করতে পাত্রের পিতা এবং তাঁর কন্যা বাইরে গেলে যখন পাত্র ও পাত্রীর মধ্যে কথা হয়, তখন পাত্র জানতে পারেন যে পাত্রী ইডেন কলেজের ছাত্রী। জানার সঙ্গে সঙ্গে পাত্র তীর বেগে বাড়ি থেকে দৌড়ে বের হয়ে যান এবং বহুদূর গিয়ে ক্লান্ত হয়ে থামেন। বিয়ে হয় না।
ইডেন কলেজের ঘটনা নিয়ে এ রকম বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত একাধিক ভিডিও ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে। সেখানে ইডেন কলেজকে, ইডেন কলেজের ছাত্রীদের কটাক্ষ ও অসম্মান করা হয়েছে। ভিডিও দেখে হতবাক হলাম, আমাদের রুচি কোন পর্যায়ে পৌঁছেছে!