আজ বরফ-পানি খেলার দিন

প্রথম আলো প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২, ১৪:৩১

ছোঁয়াছুঁয়ি, চোর-পুলিশ, বরফ-পানি খেলার দিনগুলো মনে পড়ে? স্কুলের মাঠে, বাড়ির আঙিনায়, পাড়ার মাঠে, এসব খেলে কেটেছে কত বেহিসাবি বিকেল। মানুষ যত্ন করে বুকের ভাঁজে পুষে রাখে ছেলেবেলা। পরিণত বয়সে এসে স্মৃতির নৌকোয় চড়ে সেই দিনগুলোতে ফিরতে ইচ্ছে করে।


ঐতিহ্যবাহী এই খেলাগুলোর অঞ্চলভেদে বিভিন্ন নিয়মকানুন ছিল। বরফ-পানি খেলাটার কথাই ধরা যাক। পাঁচ-সাতজন বা তার কমবেশি মিলে খেলা হতো। শুরুতে নানা রকম ছড়া, অর্থহীন শব্দবন্ধ কিংবা অন্য কোনো বিশেষ পদ্ধতিতে একজনকে বরফ বানানো হতো। বাকিরা পানি। বরফ পানিদের ছোঁয়ার চেষ্টা করত। আর এদিক-ওদিক দৌড়ে নিজেদের রক্ষা করত পানিরা। কেননা, বরফ পানিদের যে কাউকে ছুঁয়ে দিলেই সেও বরফ হয়ে যাবে, আর নড়াচড়া করতে পারবে না। এভাবেই সবাইকে ছুঁয়ে বরফ বানিয়ে নিজে হয়ে যেত পানি।


একালের শিশু-কিশোরেরা কি এই খেলা খেলে? নাকি মুঠোফোনের জমকালো রঙিন পর্দা কেড়ে নিয়েছে বরফ থেকে পানি কিংবা পানি থেকে বরফ হয়ে যাওয়ার আনন্দ! স্কুল, কোচিং, টিউশন, ঢাউস বইয়ের ব্যাগ আর মুঠোফোন—এসবের মধ্যে বেঁচে আছে কি খেলাচ্ছলে ভাস্কর্য হয়ে যাওয়ার সুখ!


আজ ৮ অক্টোবর, এই বরফ-পানি খেলার দিবস। আমেরিকান টাচ-ট্যাগ ডে নামে যুক্তরাষ্ট্রে দিনটি চালু আছে। এই খেলা খেলার জন্য বাড়ির শিশুদের উৎসাহ দিতে পারেন। শিশুদের সঙ্গে মিলে আপনিও খেলতে পারেন। ফিরে আসবে পুরোনো স্মৃতি, আনন্দে কাটবে অবসর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us