ফরিদপুরে পূজামণ্ডপের ২০০ বস্তা চাল পাচারকালে আটক ১

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ০৫:৪২

ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরাদ্দকৃত ২০০ বস্তা সরকারি চাল পাচারের সময় এক নসিমন চালককে আটক করেছে পুলিশ।


বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা খাদ্যগুদামের সামনে থেকে তাকে আটক করা হয়।


আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি বলেন, আলফাডাঙ্গা উপজেলায় ৪৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূজামণ্ডপগুলোতে বরাদ্দকৃত ২০০ বস্তা চালসহ সোহেল নামে এক নসিমন চালককে আটক করা হয়েছে। আলফাডাঙ্গা থেকে অন্যত্র পাচারের উদ্দেশ্যে তিনটি নসিমনে চালগুলো তোলা হয়। তবে সোহেলকে আটক করা গেলেও অন্যরা কৌশলে পালিয়ে যায়। চালগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us