দুই হাজার ডলারের চীনা ফুলদানি ফ্রান্সে বিক্রি হলো ৯০ লাখে

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ১৭:৩২

নিলামে সাধারণ একটি পণ্য অস্বাভাবিক দামে বিক্রি হতে সিনেমায় প্রায়ই দেখা যায়। কিন্তু এবার বাস্তবে এমনটি ঘটেছে। ফ্রান্সের একটি নিলামে আনুমানিক মূল্যের প্রায় চার হাজার গুণ বেশি দামে বিক্রি হয়েছে একটি ফুলদানি। নিলামে অংশ নেওয়া ক্রেতারা ফুলদানিটিকে ১৮ শতকের নিদর্শন ভাবায় এ ঘটনা ঘটেছে।


জানা গেছে, প্যারিসের ফন্টেইনবিলুর ওসেনাত নিলাম ঘরে নীল এবং সাদা রঙের চীনা তিয়ানকিউপিং নকশার একটি চীনামাটির ফুলদানি নিলামে ওঠানো হয়। ফুলদানিটি শেষ পর্যন্ত প্রায় ৯০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।


নিলাম সংস্থার সভাপতি জিন-পিয়ের ওসেনাত মঙ্গলবার সিএনএনকে বলেছেন, ফুলদানিটির মালিক বিদেশে থাকেন। ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলের ব্রিটানিতে তার প্রয়াত দাদির একটি বাড়ি রয়েছে। তিনি সে বাড়ির অনেক জিনিসের একটি চালান ওসেনাত নিলাম ঘরকে বিক্রি করতে দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us