অতি ওজনের মা, অপুষ্ট সন্তান বেশি

প্রথম আলো প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ০৯:৪৩

মা অতি ওজনে ভুগছেন, শিশুসন্তান ভুগছে অপুষ্টিতে। তার ওজন কম, শরীর শীর্ণ, বয়সের তুলনায় বৃদ্ধি কম। উল্টো চিত্রও দেখা যায়। মায়ের শীর্ণ শরীর, সন্তান অতি ওজন ও স্থূলতায় ভুগছে।


দেশের অনেক পরিবারে এই দুই ধরনের চিত্র দেখা যায়। পুষ্টিবিদেরা এটিকে ডাবল বারডেন অব ম্যালনিউট্রিশন (অপুষ্টির দ্বিগুণ বোঝা) বা ডিবিএম বলেন। কারণ, অতি ওজন বা অতি শীর্ণ মা ও শিশু একটি পরিবারে দ্বিগুণ স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


পুষ্টিবিদেরা বলছেন, ডিবিএম মা ও শিশুস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দেশে এমন পরিবারের হার ২১ শতাংশ। এসব পরিবারে অতি ওজনের মা ও অপুষ্ট সন্তানের হার বেশি। ‘ডাবল বারডেন অব ম্যালনিউট্রিশন ইন বাংলাদেশ’ শীর্ষক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি ৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us